সমাজশিক্ষা পত্রিকার শুভারম্ভ হয়েছিল ১৯৫৭ সালের এপ্রিল মাসে । দশ বছর আগে তখন স্বাধীনতা লাভ করেছে দ্বিখণ্ডিত ব্রিটিশ শাসিত ভারতবর্ষ। একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশের শরণার্থী বিপর্যস্ত ও দারিদ্রে পর্যুদস্ত – ক্ষুদ্র রাজ্য পশ্চিমবঙ্গের সমাজ ও মানুষের সার্বিক উন্নতি ও প্রসারের উদ্দেশে শুরু হলো এক অভিনব মাসিক পত্রিকা সমাজশিক্ষা।
‘গ্রামের কল্যাণ দেশের কল্যাণ ’- এই ভাবনাকে সম্বল করে সমাজশিক্ষার লোকশিক্ষা এগিয়ে চলল । দেশের প্রাচীন ধরা ও বৈশিষ্টকে ধরে রেখেছে গ্রাম বাংলা । এই গ্রামের উন্নতি মানেই দেশের উন্নতি। মনে রাখতে হবে প্রগতির অর্থ, মিল আর বড় বড় বিল্ডিং নয়। গ্রামের দোষ বা ত্রুটি অর্থাৎ অশিক্ষা, দারিদ্র, অপুষ্টি, অস্বাস্থ্য, অনাশ্রয় প্রভৃতি দুর্বলতাগুলির সঙ্গে লড়তে হবে। সকলের জন্য খাদ্য বস্ত্র শিক্ষা ঔষধ, আশ্রয় – এর ব্যবস্থা গড়ে উঠুক । কিন্তু যে অধ্যাত্মসম্পদ মানুষের নৈতিকতা ও মনুষ্যত্বকে নিয়ন্ত্রিত করছে তাকে সযত্নে রক্ষিত করবার জন্য ‘সমাজশিক্ষা’ তার সীমিত সামর্থে আপ্রাণ প্রচেষ্টা চালাতে লাগলো।
Samaj-Siksha is a 66 years old monthly Bengali magazine on Rural Development, of Ramakrishna Mission Lokasiksha Parishad, Narendrapur, Kolkata 700 103, India.
Managing Editor : Swami Shastrajnananda, Editor : Banamali Mandal