সমাজশিক্ষা – রামকৃষ্ণ মিশনের গ্রামোন্নয়নমূলক একমাত্র বাংলা মাসিক পত্রিকা
সমাজশিক্ষা পত্রিকাটির শুভারম্ভ হয়েছিল ১৯৫৭ সালের এপ্রিল মাসে । দশ বছর আগে তখন স্বাধীনতা লাভ করেছে দ্বিখণ্ডিত ব্রিটিশ শাসিত ভারতবর্ষ। একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশের শরণার্থী বিপর্যস্ত ও দারিদ্রে পর্যুদস্ত ক্ষুদ্র রাজ্য পশ্চিমবঙ্গের সমাজ ও মানুষের সার্বিক উন্নতি ও প্রসারের উদ্দেশে আরম্ভ হল এক অভিনব মাসিক পত্রিকা সমাজশিক্ষা। বর্তমানে সমাজ শিক্ষা পত্রিকা ৬৬ বছরে প্রকাশিত হয়ে চলেছে।